সাগরে সুস্পষ্ট লঘুচাপ, শীতে কাঁপছে উত্তরাঞ্চল
১২ ডিসেম্বর ২০২৪ ১০:৫০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১২:২৭
ঢাকা: বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। যেটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থেকে লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এদিকে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। কুয়াশায় ঢাকা পড়েছে অনেক জনপদ।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার (১৩ ডিসেম্বর) নাগাদ তাপমাত্রা আরও অন্তত দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
আবহাওয়ার দৈনিক প্রতিবেদনে দেখা গেছে, দেশের তেঁতুলিয়া, পঞ্চগড় ও কুড়িগ্রামসহ রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকাগুলোতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ বাড়বে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়, লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যে কারণে আগামী ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে আগামী ৭২ ঘণ্টায় ও শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে আবহাওয়া অধিদফতর সূত্রে আরও জানা গেছে, চুয়াডাঙ্গার তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। চলতি মৌসুমে জেলায় এটিই সর্বনিম্ন তাপমাত্রা। কয়েকদিনের মধ্যেই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগের বিভিন্ন এলাকার তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শৈত্যপ্রবাহ না হলেও তাপমাত্রা এর কাছাকাছি নামতে পারে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কুয়াশার ঘনত্ব কিছুটা বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা এবং আশপাশের এলাকায় এর প্রভাব কমলেও উত্তরাঞ্চলে দিনভর কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। মধ্যরাত থেকে বন্ধ রয়েছে দৌলতদিয়া- পাটুরিয়া ফেরি চলাচল। পদ্মার দুই তীরে রাত থেকে অপেক্ষা করছে শত শত যানবাহন।
সারাবাংলা/জেআর/ইআ