বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে ঢাকা
১২ ডিসেম্বর ২০২৪ ১৩:৫২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:০২
ঢাকা: বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ২০৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকার নাম। তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের অন্যতম বড় শহর লাহোর।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় বায়ুর মান ও দূষণের পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) র্যাংকিংয়ে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সকাল ৯টায় তালিকায় প্রথম স্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির বায়ুমান ছিল ২৬৭ এবং দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের বায়ুমান ছিল ২৩৭।
এই সূচক অনুযায়ী, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার এ তিনটি দেশের বৃহস্পতিবারের সকালের বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেন।
একিউআই’র স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে-বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
বস্তুকণা পিএম-২.৫ হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন— প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে পিএম-২.৫। এছাড়া বায়ু দূষণকারী এনও২ প্রধানত পুরোনো যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প স্থাপনা, আবাসিক এলাকায় রান্না, তাপদাহ এবং জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হয়।
সাধারণত শীতকালে বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠে ঢাকার বাতাস, কিছুটা উন্নত হয় বর্ষাকালে।
সারাবাংলা/এসবি/ইআ/আরএস