শেখ হাসিনার বিবৃতি মোদি সরকার সমর্থন করে না: বিক্রম মিশ্রি
১২ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৫ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৪
ভারতে বসে শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন, তা দুই দেশের সম্পর্কের জন্য প্রতিবন্ধক বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, শেখ হাসিনার এসব বিবৃতি মোদি সরকার সমর্থন করে না।
সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সফরে আসেন তিনি। এদিনই রাতে ভারত ফিরে যান তিনি। বাংলাদেশ ভ্রমণ ইস্যুতে তিনি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্যদের কাছে ব্রিফিং করেছেন। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শশী থারুরও।
বিক্রম মিশ্রি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণকে গুরুত্ব দেয়।’
পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘শেখ হাসিনা নিজের যোগাযোগমাধ্যম ব্যবহার করে বক্তব্য বা বিবৃতি দিচ্ছেন। এক্ষেত্রে ভারত সরকার কোনো সুবিধা দেয়নি। কারণ তৃতীয় কোনো দেশের রাজনৈতিক বিষয়ে ভারত কখনোই হস্তক্ষেপ করে না।’
সারাবাংলা/এমপি