সৌদির বিশ্বকাপ আয়োজনে উচ্ছ্বসিত রোনালদো
১২ ডিসেম্বর ২০২৪ ১৭:৪১ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৬
২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়েছে সৌদি আরবের। ফিফা প্রেসিডেন্টের এই ঘোষণার পর পুরো সৌদিজুড়েই ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। সৌদি প্রো লিগের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বলছেন, ২০৩৪ সালের বিশ্বকাপই হবে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বিশেষ আসর।
যখন থেকে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশের জন্য বিড করা শুরু হয়েছে, তখন থেকেই এই টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজনের জন্য মরিয়া সৌদি। সৌদিতে কয়েক বছর আগেও ফুটবল নিয়ে তেমন মাতামাতি ছিল না। সৌদি প্রো লিগে রোনালদোকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিয়েছিল আল নাসর। সেই শুরু, এরপর নেইমার, বেনজেমাসহ অনেক তারকা এসেছেন সৌদিতে। তাদের হাত ধরে সৌদির ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। বিশ্বকাপ আয়োজনের স্বীকৃতি পেতে এই উন্মাদনা বড় সাহায্য করেছে সৌদি ফুটবল ফেডারেশনকে।
গত অক্টোবরে বিড থেকে অস্ট্রেলিয়া সরে দাঁড়ানোর পর থেকেই অনেকটা নিশ্চিত ছিল সৌদির বিশ্বকাপ আয়োজক হওয়া। শেষ পর্যন্ত গত রাতে ফিফার পক্ষ থেকে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। এই ঘোষণার পর রোনালদো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, সৌদিতে বিশ্বকাপ আসায় তিনি দারুণ খুশি, ‘এটা অনেকটা স্বপ্ন পূরণের মতো। ওই টুর্নামেন্টটাই বিশেষ এক বিশ্বকাপ হয়ে থাকবে।’
২০৩০ বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে মরক্কো ও স্পেনের সাথে ঘোষণা করা হয়েছে পর্তুগালের নাম। রোনালদো পর্তুগালের বিশ্বকাপ আয়োজন নিয়েও উচ্ছ্বসিত, ‘পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে। এটা আমাদের সবার জন্যই অনেক গর্বের বিষয়।’
সারাবাংলা/এফএম