দুপুর গড়াতেই শীতের আমেজ, ভোরে ঘন কুয়াশা
১২ ডিসেম্বর ২০২৪ ১৭:২২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৮:৩০
ঢাকা: দুপুর গড়িয়ে বিকেল হতেই শীতের আমেজ শুরু হয়ে যায়। ইট-পাথরের নগরী ঢাকাতেও শীত নেমে গেছে। ঠাণ্ডা অনুভূত হওয়ায় সকলেই শীতের কাপড় পরে বেড়িয়েছেন। আবার জনবহুল এলাকাগুলোতে শীতের পিঠা-পুলি নিয়ে বসেছেন দোকানিরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি ভোররাত থেকেই দেশের অনেক এলাকা ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাতের তাপমাত্রা আরও কমতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্র সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আর শুক্রবারের আবহাওয়া বলছে, এদিনও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
তিন দিনের পূর্বাভাসে শনিবারের আপডেটে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিনও শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলছে, উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলংকা উপকূলে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয় বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে দেশের চুয়াডাঙায় সর্বনিম্ম তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দমশিক ৫ ডিগ্রি সেলসিয়াস সন্দীপে রেকর্ড করা হয়েছে। এছাড়া পাঁচ বিভাগের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে।
সারাবাংলা/জেআর/এমপি