Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস পনাকের

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৭:৪০

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে আহতদের মধ্যে ৫০০ জনের প্রত‍্যেককে ৫০ হাজার টাকা চিকিৎসা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেন বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সমাজ কল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ আশ্বাস দেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

সাক্ষাতের সময় পুনাক সভানেত্রী আহতদের শারীরিক, মানসিক, আর্থিক সমস্যা এবং বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তাদের চিকিৎসার বাস্তব অবস্থা উপদেষ্টার কাছে বর্ণনা করেন। উপদেষ্টা গুরুত্বসহ পুনাক সভানেত্রীর কথা শোনেন। তিনি একটি পরিকল্পনার মাধ্যমে আহতদের পুনর্বাসন ও দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন। পুনাক সভানেত্রীর সঙ্গে জুলাই আন্দোলনের কয়েকজন বিপ্লবী বীর উপস্থিত ছিলেন।

এ সময় সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিন, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী, পুনাকের যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুরসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/ইআ

চিকিৎসা সহায়তা বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি

বিজ্ঞাপন

টেলিভশন বিস্ফোরণের পর ঘরে আগুন
১২ ডিসেম্বর ২০২৪ ১৭:৩১

আরো

সম্পর্কিত খবর