Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪ ২০:১৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ২২:২৬

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পকে ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা দিয়েছে টাইম ম্যাগাজিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন এই প্রভাবশালী সাময়িকী তাকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নিয়েছে। এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো তাকে এই খেতাব দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

২০২৪ সাল ছিল ট্রাম্পের জন্য উল্লেখযোগ্য। আদালতের মাধ্যমে শাস্তি থেকে শুরু করে হ্ত্যাচেষ্টা সম্মুখীন হওয়া। গত নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া।

মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প অবিশ্বাস্য এক রাজনৈতিক প্রত্যাবর্তনের ইতিহাস তৈরি করেন। তিনি মার্কিন ভোটারদের নতুন আকার দিয়েছেন, তরুণ পুরুষ ভোটারদের সক্রিয় করেছেন যারা তাকে বিজয়ের দিকে নিয়ে যায়। ২০২০ সালের নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর এবং বারবার ফলাফল মেনে নিতে অস্বীকার করার পর ট্রাম্পের এটি উল্লেখযোগ্য বিজয়। মার্কিন প্রেসিডেন্টদের ইতিহাসে সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি তিনি। নির্বাচনের প্রচারভিযান করাকালীন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমেরিকার শীর্ষ বাণিজ্যিক অংশীদার-মেক্সিকো, কানাডা এবং চীনের ওপর শুল্ক প্রয়োগ করবেন।

এর আগে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে টাইমস-২০২৪ এর সেরা ব্যক্তিত্বের জন্য বিবেচনাধীন ১০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে। সেখোনে ট্রাম্প ছাড়াও কমলা হ্যারিস, ইলন মাস্ক, কেট মিডলটন, ইউলিয়া নাভালনায়া, বেনিয়ামিন নেতানিয়াহু, জো রোগান, ক্লদিয়া শেনবাউম ও মার্ক জাকারবার্গের নাম ছিল।

বিজ্ঞাপন

১৯২৭ সাল থেকে টাইম ম্যাগাজিন এই তালিকা প্রকাশ করে আসছে। প্রত্যেক বছর নিজের ভালো বা খারাপ কাজের মাধ্যমে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এমন ব্যক্তিদের এ তালিকায় রাখা হয়।

সারাবাংলা/এইচআই

টাইম ম্যাগাজিন ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

‘পাটের অনৈতিক মজুত করা যাবে না’
১২ ডিসেম্বর ২০২৪ ২১:৫৩

আরো

সম্পর্কিত খবর