Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ বছর বয়সেই দাবার বিশ্বচ্যাম্পিয়ন ভারতের গুকেশ

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪ ২১:০৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৬

চ্যাম্পিয়ন হওয়ার পর গুকেশের উচ্ছ্বাস

পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। শেষ রাউন্ডে চীনের ডিং লিরেনের সাথে তার লড়াইটা হাড্ডাহাড্ডি হওয়ার আভাসই মিলেছিল। ফাইনাল রাউন্ডে চীনের লিরেনকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতের গুকেশ ডুমারাজু। লিরেনকে হারিয়ে মাত্র ১৮ বছর বয়সেই দাবার বিশ্বচ্যাম্পিয়ন হলেন এই তরুণ। দাবার ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন।

ফাইনালে গুকেশ-লিরেনের লড়াই গিয়েছে ১৪তম রাউন্ডে। শেষ পর্যন্ত লিরেনের ৬.৫ পয়েন্টের বিপরীতে ৭.৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন ভারতের গ্র্যান্ডমাস্টার গুকেশ। এই জয়ে দাবার চ্যাম্পিয়নশিপের ইতিহাসে নতুন কীর্তি গড়েছেন গুকেশ। দাবার চ্যাম্পিয়নশিপের ইতিহাসে তার চেয়ে কম বয়সে আর কেউই চ্যাম্পিয়ন হননি।

বিজ্ঞাপন

গুকেশ ভেঙেছেন রাশিয়ান কিংবদন্তি গ্যারি কাসপারাভের রেকর্ড। কাসপারাভ ১৯৮৫ সালে মাত্র ২২ বছর বয়সেই চ্যাম্পিয়ন হয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। ৩৯ বছর পর সেই রেকর্ড ভাঙলেন গুকেশ। এই জয়ে ২.৫ মিলিয়ন ডলার প্রাইজমানি জিতেছেন তিনি।

চ্যাম্পিয়ন হওয়ার পর আবেগে আপ্লুত গুকেশ বলছেন, তার জীবনের বড় স্বপ্নটা পূরণ হয়েছে, ‘আমি স্বপ্নের রাজ্যে বাস করছি। আমি গত ১০ বছর ধরেই এই স্বপ্নটা দেখছিলাম। আমি একটু বেশি আবেগি হয়ে পড়েছি কারণ জয়টা আশা করছিলাম না। এটা প্রতিটা দাবাড়ুর স্বপ্ন। আমি আমার পরিবার ও দেশের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

সারাবাংলা/এফএম

গুকেশ দাবা বিশ্বচ্যাম্পিয়নশিপ