Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবিতে ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুক্রবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ২১:০৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ২১:০৫

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৪ এর খুলনা আঞ্চলিক পর্ব আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের আয়োজনে ও বাংলাদেশ গণিত সমিতি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার সকাল ৯টায় শহিদ মিনার চত্বরে এ অলিম্পিয়াডের উদ্বোধন করা হবে। পরে ড. সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে অলিম্পিয়াডের মূল পর্ব, সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অরগানাইজিং কমিটির আহ্বায়ক ও গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আজমল হুদা। অরগানাইজিং কমিটির সদস্য-সচিব হিসেবে আছেন গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এ অলিম্পিয়াডে পরিদর্শক হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. কল্যাণ কুমার দে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক মো. জসিম উদ্দিন।

উল্লেখ্য, খুলনা অঞ্চলের ১৭টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের মোট ২০৫ জন শিক্ষার্থী উক্ত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।

সারাবাংলা/এইচআই

খুবি খুলনা বিশ্ববিদ্যালয় গণিত অলিম্পিয়াড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর