Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে ব্যাংক এশিয়ার ঋণ বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪ ২১:৫৪

ঢাকা: ঝিনাইদহে ব্যাংক এশিয়ার ক্ষুদ্র ও মাঝারি খাতের নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) ঝিনাইদহ শিশু একাডেমিতে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা সেমিনারে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান।

সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামিনুর রহমান। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাসহ ঝিনাইদহ জেলার শাখা ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসারগণ।

সেমিনারে ৪৩ জন নারী উদ্যোক্তার মাঝে ৮ কোটি ২০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।

এ সময় বক্তরা বলেন, ‘ব্যাংক এশিয়া সবসময়ই উদ্ভাবনী আর্থিক সমাধানের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।’ সংবাদ বিজ্ঞপ্তি।

সারাবাংলা/এসআর

এশিয়ার ঋণ বিতরণ

বিজ্ঞাপন

‘পাটের অনৈতিক মজুত করা যাবে না’
১২ ডিসেম্বর ২০২৪ ২১:৫৩

আরো

সম্পর্কিত খবর