কুয়েট শিক্ষক সমিতির সভাপতি সাহিদুল ইসলাম, সম্পাদক ফারুক হোসেন
১২ ডিসেম্বর ২০২৪ ২২:৪৬
খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. মো. ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখা থেকে জানানো হয়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) শিক্ষক সমিতির কার্যালয়ে বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে প্রফেসর মো. গোলাম কাদের, সহ-সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. মো. আশরাফুল আলম, ক্রীড়া সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. ছানাউল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে সহকারী অধ্যাপক মোহাই মিনুল ইসলাম, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. মনিরা ইসলাম এবং সদস্য পদে প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, প্রফেসর ড. মো. মাহবুব আলম, প্রফেসর ড. এম. এম. তওহিদ হোসেন, প্রফেসর ড. রাজিয়া খাতুন ও সহকারী অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. আব্দুর রফিক ও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. মঞ্জুর মোর্শেদ।
সারাবাংলা/এইচআই