Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোথায় উন্নতি করতে হবে-হোয়াইটওয়াশের পর জানালেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪ ০৯:১৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৬:০১

৩-০ তে সিরিজ হারে হতাশ মিরাজ

এই সিরিজ শুরুর আগে টানা ১১ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে এবারের সিরিজে সেই ‘শোধটা’ ভালোভাবেই নিল ক্যারিবিয়ানরা। শেষ ওয়ানডেতে অভিষিক্ত আমির জাঙ্গুর দুর্দান্ত এক সেঞ্চুরিতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলছেন, দলের আসলে কোথায় উন্নতি প্রয়োজন সেটা তিনি ভালোভাবেই জানেন।

বিজ্ঞাপন

সিরিজ হার নিশ্চিত হয়েছিলেন আগেই। তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ বাঁচাতে সেন্ট কিটসে মাঠে নেমেছিল বাংলাদেশ। টসে হেরে ৩২১ রানের বড় স্কোর দাঁড় করালেও সেটা ডিফেন্ড করতে পারেনি মিরাজের দল। এতেই ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবলধোলাই হয়েছেন তারা। তিন বছর পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্বাদ পেল বাংলাদেশ।

ম্যাচ হারের পর মিরাজ বলছেন, বোলারদের ব্যর্থতাতেই জিততে পারেনি দল, ‘আমাদের বোলারদের জন্য দিনটা খুব কঠিন ছিল। ব্যাটাররা খুব ভালো করেছে। আমরা ভালো কিছু জুটিও পেয়েছি। সৌম্য, জাকের, মাহমুদউল্লাহ; সবাই ভালো খেলেছেন। বোলিংয়ে আরও অনেক ভালো করার সুযোগ ছিল। মাঝের ওভারেও আমরা উইকেট নিতে পারিনি। এই সমস্যাটা আমাদের আগেও ছিল।’

চ্যাম্পিয়নস ট্রফির আগে এটিই ছিল বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। আসন্ন বড় এই টুর্নামেন্টের আগে নিজেদের কোথায় কোথায় উন্নতি দরকার, সেটাই বুঝে ওঠার চেষ্টায় মিরাজ, ‘এই সিরিজের পরেই আমাদের সামনে চ্যাম্পিয়নস ট্রফি। আমরা জানি আমাদের কোথায় উন্নতি প্রয়োজন। আশা করি সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কীভাবে সেসব উন্নতিগুলো করা যায়।’

৩ ম্যাচের সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ব্যাটার মাহমুদউল্লাহ। ৩ ম্যাচেই হাফ সেঞ্চুরি করা রিয়াদ করেছেন ১৯৬ রান। মাহমুদউল্লাহর কাছ থেকে তরুণকে শিক্ষা নিতে বললেন মিরাজ, ‘উনি খুবই ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি করেছে, যা দলের জন্য খুব ভালো ব্যাপার। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল। দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা পারিনি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর