ইতিহাস গড়া সেঞ্চুরিতে জাঙ্গুর উচ্ছ্বাস
১৩ ডিসেম্বর ২০২৪ ১৪:০৫
ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন তিনি। প্রথম দুই ম্যাচে একাদশে না থাকলেও তৃতীয় ম্যাচে অভিষেক হয়েছে আমির জাঙ্গুর। অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন এই উইন্ডিজ ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে মূল ভূমিকা পালন করেছেন জাঙ্গু। ম্যাচ শেষে জাঙ্গু বলছেন, অভিষেকে সেঞ্চুরি করা তার কাছে স্বপ্নের মতো।
প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া জাঙ্গু যখন ক্রিজে নামেন, ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তখন ধুঁকছে। সেখান থেকে দল তিনিই টেনে নিয়ে গেছেন। শুধু জয় এনে দিয়েই ক্ষান্ত হননি, তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও। দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি।
ম্যাচ জেতানোর পর নিজের উচ্ছ্বাসটা ধরে রাখতে পারেননি জাঙ্গু, ‘এটা অসাধারণ এক অনুভূতি। অভিষেকে সেঞ্চুরি করা যে কারো জন্য স্বপ্নের মতো। আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে নেমে এরকম কিছুই করতে চেয়েছিলাম।’
ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো মাঠে নেমে আত্মবিশ্বাসী ছিলেন জাঙ্গু, ‘সত্যি বলতে আমি ব্যাটিংয়ের সময় খুবই আত্মবিশ্বাসী ছিলাম। উইকেট ভালো ছিল। গ্রাউন্ডসম্যানদের কৃতিত্ব দিতেই হবে। হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। দুর্ভাগ্যজনকভাবে কেসি সেঞ্চুরি পায়নি। সেও দারুণ ব্যাটিং করেছে ও আমাদের জয়ে তার বড় ভূমিকা ছিল।’
সারাবাংলা/এফএম