বাংলাদেশের বিপক্ষে টি-২০ স্কোয়াড ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
১৩ ডিসেম্বর ২০২৪ ১০:৩৪
টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্রয়ের পর ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ সিরিজকে সামনে রেখে এবার স্কোয়াড ঘোষণা করল উইন্ডিজরা। রোভমান পাওয়েলকে অধিনায়ক করে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা।
টি-২০ স্কোয়াডে নতুন মুখ কেসি কার্টি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন তিনি। এছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন জনসন চার্লস। প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াডে আছেন আকিল হোসেন।
বিগ ব্যাশে খেলার জন্য বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই শাই হোপ ও শেরফেইন রাদারফোর্ড। দুই ম্যাচের পর তাদের সাথে যোগ দেবেন আকিলও। তার পরিবর্তে শেষ ম্যাচে দলের সাথে যোগ দেবেন জেডেন সিলস।
সেন্ট ভিনসেন্টে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর হবে টি-২০ সিরিজের তিন ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড- রোভমান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), জেডেন সিলস (শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।
সারাবাংলা/এফএম