সবজিতে ভরপুর বাজার, দামে কিছুটা স্বস্তি
১৩ ডিসেম্বর ২০২৪ ১১:৩০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৯
ঢাকা: শীতকালীন সবজিতে বাজার এখন ভরপুর। দামেও এসেছে কিছুটা স্বস্তি। কিছু কিছু সবজি ৮০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হলেও অধিকাংশ সবজি এখন ৫০ থেকে ৬০ টাকার ঘরে। শীতের এই সময়ে সবজির দাম আরও কমার কথা থাকলেও উর্ধ্বগতির বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে সবজি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, বিজয়সরণী, শেওড়াপাড়া ও ইব্রাহিমপুর এলাকার কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
রাজধানীর কারওয়ান বাজারে শশা ৮০ টাকা, বেগুন প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, গাজর ৮০ থেকে ১২০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, করলা ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মুলা ৩০, নতুন ৮০ টাকা, শালগম ৪০ টাকা, মটরশুঁটি ২৪০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। বাজারটিতে ফুলযুক্ত পেয়াজপাতা ৫০ টাকা ও পেঁয়াজসহ পেঁয়াজপাতা ৭০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। নতুন আলু ও পাতাযুক্ত পেঁয়াজের প্রভাবে দাম কমেছে পুরাতন আলু ও পেঁয়াজের। ডিমের দামও কিছুটা কম। তবে ফের বেড়েছে পোল্ট্রি মুরগির দাম।
এই বাজারের সবজি বিক্রেতা জাকির বলেন, যেভাবে কমার কথা ছিলো সেভাবে কমেনি। অন্যান্য বছর সবজির দাম যেভাবে কমে এবার সেভাবে কমেনি। অন্য বছর সবজি ৪০ থেকে ৫০ টাকা কেজিতে চলে আসে, এবার এখনো আসেনি। তবে দাম আগের চেয়ে কম।
রাজধানীর ইব্রাহিমপুর বাজারে দেখা গেছে, পেঁপে ৫০, কড়লা ১০০ টাকা, বটবটি ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, কালা গোল বেগুন ৭০ টাকা ও সিম ৬০ টাকা। এছাড়া শশা ৬০ টাকা, গাজর ৮০ টাকা ও টমেটো ১৪০, কাঁচামরিচ ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাতাকপি ৫০ টাকা, ফুল কপি ৪০ টাকা ও পেঁয়াজপাতা ৬০ টাকা কেজি। পেঁয়াজ ১০০ টাকা ও আলু ৭০ টাকা কেজি।
সবজি বিক্রেতা বাবুল বলেন, সব ধরণের সবজির দাম কমেছে। শীতকালীন কিছু সবজির দাম আগের চেয়ে অনেকটা কমেছে।
ফার্মগেটের বিজয়স্মরণী বাজারে দেখা গেছে, লম্বা বেগুন ৫০, গোল বেগুন ৬০ টাকা, দেশি গাজর ৭০, শশা ৬০ টাকা, টমেটো ১৪০, পেপে ৪০, উস্তা ৮০ থেকে ১০০, চিচিঙ্গা ৬০ টাকা, সিম ৬০ টাকা ও কাঁচামরিচ ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতা ইয়াছিন সারাবাংলাকে বলেন, বাজারে সিম, পটল, কাঁচামরিচ, বটবটি ও শাক সবজির দাম কিছুটা কমছে।শীতকালীন সবজি আসার কারণে কোন কোন সবজির দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। সবজি এখন প্রায় পানির দামে বিক্রি হচ্ছে।
তবে এই বাজারে আলু ৭০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতা ইয়াছিন বলেন, পুরাতন আলু ৭০ ও নতুন আলু ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
কারওনা বাজারে কথা হলে ফার্মগেট থেকে বাজার করতে আসা শাহীন বলেন, টমেটোর কেজি এখনো প্রায় ১৫০ টাকা। শশা ও গাজরের দামও বেশি। সবজির দাম কমলো কই? ফাতেমা আক্তার নামের একজন গৃহিণী বলেন, কিছু সবজির দাম কমলেও অনেক সবজির দাম এখনো বেশি। ৪০ থেকে ৫০ টাকা কেজিতে সবজি কেনা গেলে বলা যেতো দাম কমেছে।
রাজধানীর ইব্রাহিমপুর বাজারে সয়াবিন তেল ১৮০ টাকা লিটারে পাওয়া যাচ্ছে, কোন কোম্পানির সয়াবিন তেল বাজারে না থাকলেও টিসিবির সওয়াবিন তেল বিক্রি হতে দেখা গেছে। ইব্রাহিমপুর বাজারে একাধিক মনিহারি দোকানে গত তিন থেকে চারদিন ধরে সয়াবিন তেল পাওয়া যাচ্ছেনা। রাজধানীর বিজয়সরণী বাজারেও একই চিত্র দেখা গেছে।
এদিকে, কারওয়ানবাজের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৭০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে৷ এই বাজারে পাবনার দেশি পেঁয়াজ ১২০ টাকা কেজিতে বিক্রি হতেও দেখা গেছে। এছাড়া চায়না আদা ১৬০ টাকা, চায়না রসুন ২১০ থেকে ২২০ টাকা, নতুন আদা ১০০ থেকে ১১০ ও নাটোরের রসুন ২৩০ থেকে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে৷ গত কয়েক মাসের বাজারদর বিশ্লেষণে দেখা গেছে, পাইকারিতে আদার দাম কিছুটা কমেছে। রসুনের দাম প্রায় আগের মতোই রয়েছে।
রাজধানীর বিজয়সরণী বাজারে গরু ৭৫০ টাকা কেজি ও খাশি ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারটিতে ফার্মের মুরগি ১৮০ টাকা, পাকিস্তানি ৩১০, দেশি ৫২০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। এই বাজারের মুরগি বিক্রেতা জাগাঙ্গীর আলম বলেন, পোল্ট্রি মুরগির দাম কিছুটা বেড়েছে। আজ ১৯০ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। দুই দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে৷ অন্যান্য বাজারেও মাংসের দাম প্রায় একই। আর বাজার ঘুরে দেখা গেছে, ১৪৫ থেকে ১৫০ টাকা ডজনে ডিম বিক্রি হচ্ছে।
সারাবাংলা/ইএইচটি/এমপি