নওগাঁয় শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
১৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৫০
নওগাঁ: বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর নওগাঁ জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের মো. মুজিবুর রহমান ভূইয়া, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম, নওগাঁ জেলার প্রধান উপদেষ্টা খ. ম আব্দুর রাকিবসহ আরও অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘মহান আল্লাহ ইসলামের মধ্যে সকল বিষয়ে পূর্নাঙ্গ নীতি দিয়েছেন। আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। শ্রমিকরা আমাদের বাড়ি ঘর নির্মান করে কিন্তু তাদের বাড়ির চাল ফুটা। নিজেদের বাড়িও নির্মান করতে পারেনা। অসৎ এর পরিবর্তে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সৎ নেতৃত্ব ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন আসবে না। সৎ নেতৃত্ব ও সুন্দর সমাজ গড়ার জন্য এবং আধুনিক বিশ্ব গড়ার জন্য শ্রমিকদের ভূমিকা রাখতে হবে।’
সারাবাংলা/এমপি