Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সঙ্গে সফররত তুরস্ক প্রতিনিধি দলের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১৬:০৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৪

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠিক। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সঙ্গে বৈঠক করেছে সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দল।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বিকেল ৩টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় ৪টার পর।

বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলটির স্হায়ী কমিটির ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য তাজভীরুল ইসলাম, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপি আন্তর্জাতিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম।

তুরষ্ক জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন ডক্টর রফিক কোরকুসুজ কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট ও রাসিম আয়তিনসহ ১৬ জন।

সারাবাংলা/এজেড/এমপি

বিজ্ঞাপন

যে কারণে গ্রেফতার আল্লু অর্জুন
১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২১

আরো

সম্পর্কিত খবর