আবারও অবসর ঘোষণা ইমাদ ওয়াসিমের
১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:২৩
আন্তর্জাতিক অঙ্গন থেকে ক্রিকেটারদের অবসরের ঘোষণা প্রায়শই আসে। কিন্তু এই তালিকায় একটু ব্যতিক্রম পাকিস্তানের ইমাদ ওয়াসিম। কারণ দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। ২০২৩ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রথমবারের মতো অবসর ঘোষণার পর ২০২৪ সালের মার্চে আবার ফেরেন। খেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে আজ (১৩ ডিসেম্বর, বৃহস্পতিবার) দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা জানালেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ ইমাদ জানান, অনেক চিন্তাভাবনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে এই বাঁহাতি অলরাউন্ডার লেখেন, ‘অনেক ভেবেচিন্তেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের ছিল। একইসাথে পাকিস্তানের সবুজ জার্সিতে খেলা প্রতিটা মুহূর্তই অবিস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইমাদ। পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
সারাবাংলা/জেটি