Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতে ইউক্রেনকে বিপাকে ফেলতে জ্বালানি অবকাঠামোতে হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:০৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০০:২০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউরোপের তীব্র শীতের দেশ ইউক্রেনে বর্তমান তাপমাত্রা মাইনাস ছয় ডিগ্রী। এমন একসময়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে কেন্দ্রকরে হামলা চালিয়েছে রাশিয়া। ফলে চলমান যুদ্ধে ইউক্রেনের ওপর বাড়তি চাপের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দ্যা কিয়েভ পোস্ট হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সকালের ব্যস্ত সময়ে এই হামলা চালানো হয়। একই সময়ে কৃষ্ণসাগরের বন্দর শহর ওডেসা এবং পশ্চিম ইউক্রেনের আরও কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ বছরের বেশিরভাগ সময় জুড়েই রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে আসছে। গত মাসে এই হামলার নতুন ধারা শুরু হয়, যা লাখো সাধারণ মানুষের জন্য দীর্ঘ সময়ের বিদ্যুৎবিচ্ছিন্নতার কারণ হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘হামলার সময় রাশিয়া ৯৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এছাড়া প্রায় ২০০টি ড্রোন হামলা করেছে। বিমান প্রতিরক্ষা এরমধ্যে ৮১টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

দেশেটির কর্মকর্তারা জানিয়েছে, পোল্যান্ডের সীমান্তবর্তী লভিভের পশ্চিমাঞ্চলে ছয়টি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বৃহত্তম বেসরকারী বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের তথ্য অনুসারে, তাদের তাপবিদ্যুৎ কেন্দ্র গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানান, ইউক্রেনের নয়টি অপারেটিং পারমাণবিক চুল্লি ইউনিটের মধ্যে পাঁচটি শক্তির অবকাঠামোতে নতুন করে আক্রমণের কারণে বিদ্যুতের উৎপাদন কমে গেছে।

ডিটেক (DTEK)-এর সিইও ম্যাক্সিম টিমচেনকো বলেছেন, ‘ইউক্রেনের শীতের সবচেয়ে ঠান্ডা দিনে আসার সাথে সাথে, শত্রুরা এই নিষ্ঠুর হামলা চালিয়ে আমাদের মনোবল ভেঙ্গে দেওয়ার চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা পাগলামি। রাশিয়ার কয়েক শ মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুমতি নিয়ে আমার তীব্র আপত্তি রয়েছে। আমরা ওটা কেন করছি? আমরা শুধু এই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি ও পরিস্থিতি আরও জটিল করে তুলছি। এটা করতে দেওয়া উচিত হবে না।

সারাবাংলা/এইচআই

ইউক্রেন-রাশিয়া ভলোদিমির জেলেনস্কি

বিজ্ঞাপন

শহিদ বুদ্ধিজীবী দিবস আজ
১৪ ডিসেম্বর ২০২৪ ০০:০২

আরো

সম্পর্কিত খবর