Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার ও বিরোধী দল না থাকলে রাষ্ট্র চলে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ২০:৩১ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ২০:৩৩

টাঙ্গাইল: বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সরকার ও বিরোধী দল না থাকলে রাষ্ট্র চলে না। সমালোচনা রাষ্ট্রের একটি সৌন্দার্য।’

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবে জামায়াতে ইসলামের সদস্য শিক্ষাশিবির অনুষ্ঠানে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আমরা ভোট দিতে পারিনি। রাষ্ট্রের সবগুলো দপ্তর দুর্নীতিতে ভরে গেছে। রাষ্ট্রের সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে, পঁচে গেছে এই ১৭ বছরে।

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলাম নির্বাচনের জন্য প্রস্তুত, জামায়াতে ইসলাম একটি নির্বাচনমুখি দল, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। কিন্তু আমাদেরকে নির্বাচনে যেতে দেওয়া হয়নি।

জামায়াতে ইসলামের সেক্রেটারী বলেন, ‘জাতীয় স্বার্থে যদি জাতীয় ঐক্য গড়ে উঠে তাহলে যেকোনো রাজনৈতিক ইসলামিক দলের সঙ্গে ঐক্য করতে প্রস্তুত আছি।’

সারাবাংলা/এসআর

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জামায়াত টাঙ্গাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর