১০ হাজার কোটি টাকা আয়ে সিটির রেকর্ড
১৪ ডিসেম্বর ২০২৪ ০৯:২৭ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১২:১০
গত মৌসুমে বড় তিন ট্রফি জিতে সময়টা দারুণ কেটেছে তাদের। শিরোপা জয়ের সাথে ম্যানচেস্টার সিটি আয়ও করেছে দুহাত ভরে। এবার জানা গেল, গত মৌসুমে সব মিলিয়ে ১০ হাজার কোটি টাকারও বেশি আয় করেছে সিটি! ইংলিশ প্রিমিয়ার লিগে এটিই এক মৌসুমে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড।
২০২৩-২৪ মৌসুমে দাপটের সাথে খেলে সিটি জিতেছিল প্রিমিয়ার লিগ। চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও সিটি ঘরে তুলেছিল ক্লাব বিশ্বকাপ ও ইউরোপিয়ান সুপার কাপ। তিন শিরোপা জয়ে মাঠে ও মাঠের বাইরে সিটির প্রভাব ছিল চোখে পড়ার মতো। আর এতেই তাদের আয়ও বেড়েছে আগের চেয়ে অনেক বেশি।
২০২২-২৩ মৌসুমে ট্রেবল জয়ী সিটির আয় ছিল ৭১ কোটি ২৮ লাখ পাউন্ড। গত মৌসুমে সেটা ছাড়িয়ে হয়েছে ৭১ কোটি ৫০ লাখ পাউন্ড। বাংলাদেশি টাকায় যা ১০ হাজার ৭৯৯ কোটি টাকার বেশি! প্রিমিয়ার লিগে এক মৌসুমে এত বেশি আয় আর কোনো ক্লাবই করেনি।
গত মৌসুমে তার আগের মৌসুমের চেয়ে বেতন বাবদ ১ কোটি ২০ হাজার পাউন্ড কম খরচ করেছে সিটি। ব্যয় কমার সাথে বাণিজ্যিক খাত থেকে আয় বেড়েছে ৩৩ লাখ পাউন্ড। করোনার ধাক্কা ছাড়া পেপ গার্দওলা আসার পর থেকে প্রতি মৌসুমেই বাড়তি আয় করছে সিটি। পেপ আসার পর ৬টি প্রিমিয়ার লিগ, ৫টি লিগ কাপ, ২টি এফএ কাপ, ৩টি কমিউনিটি শিল্ড জিতেছে সিটিজেনরা। এছাড়াও চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও ইউয়েফা সুপার কাপ একবার করে জিতেছেন তারা।
তবে এই মৌসুমে সিটির আয়ে বড় ধাক্কা লাগার শঙ্কা জেগেছে। সব টুর্নামেন্টেই ধুঁকতে থাকা সিটি এবার কোনো শিরোপা জিতবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। সবশেষ ১০ ম্যাচের ৯টিতেই জিততে পারেনি সিটি। লিগে তারা আছে ৪ নম্বরে, চ্যাম্পিয়নস লিগে আছে ২২ নম্বর স্থানে।