শৈত্যপ্রবাহ কাটবে, থাকছে ঘন কুয়াশার চাদর
১৪ ডিসেম্বর ২০২৪ ০৯:২৭ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১১:৩২
ঢাকা: বর্ষপঞ্জিতে শীতকাল না আসতেই শীতে জবুথবু গোটা দেশ। রাজধানী ঢাকাতেও শীতের তীব্রতা জেঁকে বসছে। এরই মধ্যে দেশের তিন জেলায় চলছে শৈত্যপ্রবাহ। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, শৈত্যপ্রবাহ কেটে যাবে। আগামী তিন দিনে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
ডিসেম্বরের শেষের দিকে অবশ্য আরেকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে জানিয়েছে, দেশের বিভিন্ন স্থান ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে দিনের অর্ধেক সময়।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্র সামান্য কমেও যেতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (১৫ ডিসেম্বর) সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ দিনও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বলছে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এ সময়ে এসে শৈত্যপ্রবাহের প্রভাব কাটবে দেশ জুড়ে, যা আবার ফিরতে পারে মাসের শেষ সপ্তাহে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে এবার শীত তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাসে আরেকটি শৈত্যপ্রবাহ আসতে পারে এবং বেশ কিছু বিভাগে ছড়িয়ে পড়তে পারে।
এদিকে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলংকা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত ও গুরুত্বহীন হয়ে পড়েছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি বিস্তৃত পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকা পর্যন্ত।
সারাবাংলা/জেআর/টিআর