Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ১০:১৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১২:৩০

ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়ে পড়েছে।

যশোর: যশোরে শীতের দাপট বেড়েছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেক শনিবার (১৪ ডিসেম্বর) এই ৫ দিনেই প্রায় ৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে।

যশোর বিমানবন্দরস্থ আবহাওয়া অফিস জানায়, শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টায় যশোরের তাপমাত্রা ১০.০ ডিগ্রি সেলসিয়াস যা শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার (১১ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আপাতত অব্যাহত থাকবে। শীত আরো বাড়তে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে। এ মাসে শৈত্য প্রবাহেরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

শনিবার সকাল থেকে সূর্যের দেখা মেলায় বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তাপমাত্রা। বেলা সাড়ে ৯টায় এই তাপমাত্রা দাঁড়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস-এ।

গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) থেকে আজ শনিবারে একদিনেই তাপমাত্রা কমেছে ০.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবারে (১২ ডিসেম্বর) এক দিনেই তাপমাত্রার কমেছিল প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে প্রায় প্রতিদিনই বিকেল থেকে আকাশ থাকে কুয়াশাচ্ছন্ন ফলে সূর্যের দেখা মেলেনা। শীতের সাথে রয়েছে হাল্কা বাতাস। রাতে ঘন কুয়াশা থাকলেও সকালে এর ঘনত্ব ততটা থাকে না, শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় দৃষ্টিসীমা ছিল ৪০০ মিটারের মধ্যে।

এদিকে বিকেল থেকে শীতের প্রকোপ শুরু হয় বলে দিন থাকতেই মানুষকে ভারী কাপড়, শীতের পোশাক ব্যবহার করতে হয়। শীতের কারণে কর্মজীবী মানুষের সমস্যা হচ্ছে বেশি। শীতজনিত রোগ যশোরে এখনও বড় সমস্যা না হলেও ঘরে ঘরে জর ও ঠান্ডার কারণে কাঁশির উপদ্রব শুরু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকাল থেকে যশোরের আকাশে সূর্য থাকলেও বিকেল থেকে আবারো তাপমাত্রাকমতে শুরু করবে, রাতের তাপমাত্রা নেমে আসতে পারে ১০ ডিগ্রির মধ্যে, বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

সারাবাংলা/এনজে

যশোর শীত

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর