Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জর্জিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন সাবেক সিটি ফুটবলার

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪ ১২:০৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৫০

মিকেল কাভেলাশভি

একটা সময় খেলছেন পেশাদার ফুটবল। সেই সুবাদে জর্জিয়ার ফুটবলার মিকেল কাভেলাশভি খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগেও। ম্যানচেস্টার সিটিতে খেলা এই স্ট্রাইকার অবসরের পর বেছে নিয়েছিলেন রাজনীতিকে। সেই কাভেলাশভিই এবার হতে যাচ্ছেন জর্জিয়ার পরবর্তী প্রেসিডেন্ট!

১৯৮৮ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা কাভেলাশভি ১৯৯৫ সালে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। এই ক্লাবে তিনি খেলেছেন তিন মৌসুম। সিটিতে অবশ্য খুব বেশি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। ২৮ ম্যাচ খেলে কাভেলাশভি করেছেন মাত্র ৩ গোল। জর্জিয়া জাতীয় দলে ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত ৪৬টি ম্যাচ খেলেছেন তিনি, করেছেন ৯ গোল। পুরো ক্যারিয়ারে ৩৯৬ ম্যাচে কাভেলাশভির গোল ১৬৬টি।

বিজ্ঞাপন

Ex-Manchester City player set to become Georgia's next president | World News | Sky News

সিটির জার্সি গায়ে মিকেল কাভেলাশভি

২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানান কাভেলাশভি। এরপর যোগ দেন জর্জিয়ার রাজনীতিতে। সেখানেও সফল এই স্ট্রাইকার। ২০১৬ সালে জর্জিয়ান ড্রিম পার্টি থেকে নির্বাচিত হন সংসদ সদস্য। ২০২২ সালে ড্রিম পার্টি ছেড়ে নিজেই গঠন করেন পিপলস পাওয়ার পার্টি।

এবার নিজের গড়া পার্টি দিয়েই বাজিমাত করেছেন কাভেলাশভি। ১৪ ডিসেম্বর নতুন নির্বাচনের তারিখ থাকলেও সেটি বাতিল করা হয়েছে। বেশ কয়েক সপ্তাহ ধরে জর্জিয়াতে চলমান আন্দোলনের পর দেশটির সংসদ সিদ্ধান্ত নিয়েছে, পিপলস পার্টির প্রধান কাভেলাশভিই হচ্ছেন দেশটি পরবর্তী প্রেসিডেন্ট।

সারাবাংলা/এফএম

জর্জিয়া মিকেল কাভেলাশভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর