Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিষ চুরির অভিযোগে ২ জনকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৫০

প্রতীকী ছবি।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহিষ চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে অষ্টগ্রামের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটেছে।

নিহত দুজন হলেন, অষ্টগ্রাম উপজেলার কাগজিগ্রাম গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান (৪০)।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের বিরুদ্ধে নাসিরনগর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

দেওঘর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. মহি উদ্দিন জানান, শাহজাহান ও নাসির পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকাযোগে একটি মহিষ চুরি করে নিয়ে আসে। এ খবর পেয়ে স্থানীয় জনতা দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদেরকে ধরে নিয়ে আসে। পরে তাদেরকে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে জনতা গিয়ে তাদেরকে পিটিয়ে মেরে ফেলে।

অষ্টগ্রাম থানার ওসি আরো জানান, নিহত দুজন চিহ্নিত চোর। চুরি করা মহিষটি উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটি চিহ্নিত করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমপি

চুরির অভিযোগ পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর