Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে লন্ডনে গাইবে চিরকুট

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৩

মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড চিরকুট এর সলো কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয়সব গান সরাসরি শুনবে লন্ডনের বাংলাদেশীরা।

যুক্তরাজ‍্য থেকে নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক নেক্সটস্টেইজ ইভেন্টস-এর কর্ণধার আবদুল্লাহ মাহমুদ।

তিনি জানান, লন্ডনের রমফোর্ডের মে ফেয়ার ভেন্যুতে বিজয় দিবসের বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা অব্দি চলবে কনসার্ট। প্রবাসী বাংলাদেশিসহ সকলের জন্য উন্মুক্ত এ কনসার্টে থাকছে না কোন টিকেট। তবে রেজিস্ট্রেশন করে নিতে হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

কনসার্টে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের সাথে কোলাবোরেশান করবে চিরকুট।

চিরকুটের ভোকাল ও প্রধান সুমি বলেন, “বাংলাগানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশান করেছি বিভিন্নসময়। এবারও তাই হবে, বিভিন্ন দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সাথে। চেনা চিরকুটই থাকছে নতুন আঙ্গিকে।”

এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট মাঠে পারফর্ম করে চিরকুট। দ্বিতীয়বারের মতো আমন্ত্রণে মহান বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান করাকে ব্যান্ড হিসেবে গৌরবময় প্রাপ্তি হিসেবে মনে ব্যান্ডের আরেক সদস্য পাভেল আরিন।

চিরকুট জানায়, কনসার্ট শেষেই দেশে ফিরে আসছে ২১ ডিসেম্বর জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্টে আর্মি স্টেডিয়ামে গাইবে চিরকুট।

সারাবাংলা/এজেডএস

চিরকুট বিজয় দিবস লন্ডন

বিজ্ঞাপন

বিজয় দিবসে লন্ডনে গাইবে চিরকুট
১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৩

আরো

সম্পর্কিত খবর