Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্নিকাণ্ড প্রতিরোধে কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ১৭:১০ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৭:১২

সকালে কড়াইল বস্তির এরশাদ মাঠ থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করা হয়।

ঢাকা: রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ করেছে ফায়ার সার্ভিস। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় কড়াইল বস্তির এরশাদ মাঠ থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করা হয়। শীতকালে অগ্নিকাণ্ডের সংখ্যা বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে।

শনিবার ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

অগ্নি প্রতিরোধের অংশ হিসেবে সচেতনতা বাড়াতে এ গণসংযোগ পরিচালনা করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক মো. ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক, ঢাকার বিভিন্ন জোনের জোন প্রধান এবং অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সকালে উপপরিচালক, সহকারী পরিচালক ও অন্য কর্মকর্তা-কর্মচারীরা কড়াইল বস্তির এরশাদ মাঠে উপস্থিত হয়ে বস্তিতে বসবাসকারীরা অগ্নিকাণ্ডে করণীয় ও ফায়ার সার্ভিস আগুন নিভাতে এলে কিভাবে সহযোগিতা করতে হবে সে সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এরপর কর্মকর্তা-কর্মচারীরা ১০টি টিমে ভাগ হয়ে বিভিন্ন গলিতে গমন করেন এবং বসবাসকারীদের অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে বর্ণনা করেন।

এ সময় সকলকে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে অবগত করা হয়। কর্মকর্তাদের উপস্থিতিতে অনেকেই পরীক্ষামূলকভাবে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে ফোন করেন। পরবর্তী সময়ে বস্তিবাসীদের এরশাদ মাঠে পুনরায় একত্র করে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে নিভাতে হবে সে বিষয়ে বাস্তব মহড়া প্রদর্শন করা হয়।

গণসংযোগ বিষয়ে উপপরিচালক জনাব মো ছালেহ উদ্দিন বলেন, গণসংযোগ কার্যক্রম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে করা হলেও শুধুমাত্র শীতকালকে সামনে রেখে আমরা ব্যাপকভাবে এই গণসংযোগ কার্যক্রমটি পরিচালনা করছি। যাতে করে মানুষের মাঝে অগ্নি দুর্ঘটনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়।

বিজ্ঞাপন

গণসংযোগ অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/ইআ

অগ্নিকাণ্ড প্রতিরোধ কড়াইল বস্তি ফায়ার সার্ভিসের গণসংযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর