টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. হাবিবুল্লাহ্কে গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রেফতারের খবরে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ছাত্র-জনতার অন্দোলনে মারধরের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাবিবুল্লাহ চেয়ারম্যান সাগরদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের ধর্ম বিষয়ক সম্পাদক। ৫ আগস্টের পর লেবাস পাল্টিয়ে জামায়াত ইসলামীর একটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায় তাকে। তার বিরদ্ধে উন্নয়ন প্রকল্পের টাকা আত্নসাৎ, অনিয়ম-দুর্নীতি, সাংবাদিক হুমকিসহ নানা অভিযোগ রয়েছে।
উপজেলার জামায়াত ইসলামের আমির মো. রাসেল মিয়া জানান, হাবিবুল্লাহ্ তাদের দলের কেউ নন। জামায়াত ইসলামের সঙ্গে তার কোনো সম্পৃক্তা নেই।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান , টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল ঘাটাইল থানা পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।