বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ
১৪ ডিসেম্বর ২০২৪ ১৮:০২ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৮:০৬
গাজীপুর: গাজীপুর মহানগরীর পূবাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের অভিযোগে ক্ষতিগ্রস্ত ছাত্রী মামলা করেছেন প্রতারক প্রেমিকের বিরুদ্ধে।
শনিবার (১৪ ডিসেম্বর) গাজীপুরের পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে মামলা করা হয়।
অভিযুক্তের নাম মো. সজিব হাওলাদার (২৬)। তিনি পূবাইল থানাধীন মাজুখান পশ্চিমপাড়া এলাকার ইউনুস আলী ড্রাইভারের ছেলে।
জানা গেছে, সাড়ে তিন বছর আগে সজিব হাওলাদারের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। গড়ে উঠে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২২ সালে ১০ সেপ্টেম্বর সকালে পূবাইলের একটি রিসোর্টে জোরপূর্বক ধর্ষণ করে নগ্ন ভিডিও ধারন করে সজিব। আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩০ অক্টোবর সকালে পূবাইলের একটি শুটিং স্পষ্টের ঝুঁপড়ি ঘরে নিয়ে সজিব তাকে ফের ধর্ষণ করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবক সজিব হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন একজন ছাত্রী। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সারাবাংলা/এসআর