Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে টু-জি কেলেঙ্কারিতে সবাই খালাস


২১ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৪

সারাবাংলা ডেস্ক

টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারিতে অভিযুক্ত ভারতের সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী এ রাজা ও ডিএমকে নেত্রী এম কানিমোঝিসহ ১৫ জনকে বেকসুর খালাস দিয়েছে দেশটির বিশেষ আদালত।

বৃহস্পতিবার বিচারক জানিয়েছেন, ভারতের ইতিহাসের সবচেয়ে বড় টেলিকম কেলেঙ্কারির এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছে সিবিআই।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ খবরে স্বস্তি ফিরেছে কংগ্রেসে।

কংগ্রেস শাসনামলে অভিযুক্তদের বিরুদ্ধে টু-জি স্পেকট্রাম বণ্টনে ১ লাখ ৭৬ হাজার কোটি রুপি দুর্নীতির অভিযোগ ওঠে। এই রায়ের মধ্যদিয়ে সাবেক ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধীরা যে প্রশ্ন তুলেছিল সেই দায় থেকে মুক্তি পেল কংগ্রেস। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই আদালত চত্বরের বাইরে উল্লাসে করেন তার সমর্থকরা।

সারাবাংলা/এমএইচটি/আইজেকে

খালাস টু-জি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর