Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে গারোদের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬

রাজশাহী মহানগরীর কোর্ট এলাকার রাজশাহী ক্যাথেড্রাল চার্চে, গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী: রাজশাহীতে গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী নগরীর রায়পাড়া এলাকার ক্যাথেড্রাল চার্চে এ উৎসবের আয়োজন হয়। উৎসবে সভাপতিত্ব করেন নকমা প্রধান লোটাস লুক চিসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভা ফাদার ফাবিয়ান মারডী।

অনুষ্ঠানের শুরুতে গারোদের ১১টি জাতি গোষ্ঠীর উৎপাদিত ফসল প্রধান অতিথির হাতে তুলে দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে গারোদের ফসল তোলার এই উৎসবে সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজং-এর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।

উৎসবের এই দিনে ধনী গরিব, ছোট, বড় সবাই রঙবেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচে। ওয়ানগালা অনুষ্ঠানের এই দিন হলো গারোদের বিনোদনের দিন। অনুষ্ঠান শুরুতে ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে এই মিলন মেলা।

পুরুষ ও নারীরা দুইটি আলাদা সারি গঠন করে ধর্মীয় রীতি অনুযায়ী নাচের তালে তালে অতিথিদের নিয়ে এগিয়ে যান ওয়ানগালা অনুষ্ঠান মঞ্চে। প্রথম পর্বে গারোদের বিভিন্ন নাচ গান ও সুরের মূর্ছনায় উৎসব আনন্দে পূর্বতা লাভ করে ওয়ানগালা অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চলের উপপরিচালক জান্নাতুল ফেরদৌস, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আবু সালে মো. ফাওাহ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবুল কালাম মোহাম্মদ আজাদ, নানকিং গ্রুপের চেয়ারম্যান এহসানুল হুদা, পরিচালক নাসরিন হুদা, রাজশাহী ক্রিস্টিয়ান মিশন হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুলতা দ্রং এবং ফাদার লিটন কস্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

ওয়ানগালা গারো রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর