Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ২১:০৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ২১:০৬

খুলনা: খুলনার তেরখাদায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। জমজমাট এই লড়াই দেখতে ভিড় জমায় কয়েক হাজার মানুষ।

শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার পশ্চিপাড়া ওয়াবডা সংলগ্ন জয়সেনা বিলের মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিভিন্ন জেলা থেকে আসা ৩০টি ষাঁড় প্রতিযোগিতায় অংশ নেয়। লড়াইয়ে অংশ নেওয়া প্রতিটি ষাঁড়ই ছিল সুঠাম দেহের ও বাহারি রঙের। ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে আসা নানা বয়সী হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মাঠটি।

লড়াইয়ে প্রথম হয়েছে ভান্ডারখোলা এলাকার কামরুলের ষাঁড়, দ্বিতীয় পানতিতা এলাকার ইকবালের ষাঁড় ও তৃতীয় বিজয়ী তেরখাদা এলাকার এইচ মোল্যার ষাঁড়।

কাটেংগা বাজার বনিক সমিতির সভাপতি মোল্যা হুমায়ুন কবির বলেন, ক্রীড়া নবজাগরণের উদ্দেশ্যে নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছে। দূর-দুরান্ত থেকে হাজারো মানুষ ষাঁড়ের লড়াই উপভোগ করতে এসেছেন।

উপজেলা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে ঐতিহ্যবাহী এ ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এসআর

খুলনা ষাঁড়ের লড়াই