‘প্রতিবন্ধীদের সঙ্গে নিয়েই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে’
১৪ ডিসেম্বর ২০২৪ ২১:০৯
ঢাকা: প্রতিবন্ধীদের সঙ্গে নিয়েই আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে আগারগাওঁয়ের এলজিইডি-আরডিইসি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বাক ও শ্রবন প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, অটেস্টিক প্রতিবন্ধীরা তাদের দুঃখ-বেদনার কথা বলেন এবং প্রতিবন্ধী সুরক্ষা আইনের সংশোধনসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
প্রতিবন্ধীদের বক্তব্য শুনে তারেক রহমান বলেন, ‘আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই। বিএনপি উপলব্ধি করে আপনাদের সমস্য ও কষ্টগুলো বাস্তব এবং গভীর। আপনাদের মনে রাখতে হবে, এই বাস্তবতায় আপনারা একা নন। আমরা সব সময় আপনাদের পাশে আছি, আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে থাকব।’
‘আমাদের প্রতিশ্রতি হলো, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মান উন্নয়নে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা। যার ভিত্তি হবে অর্থনৈতিক সাবলম্বিতা, সমাজিক সক্ষমতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আপনাদের পেছনে রেখে আমরা কখনও এগিয়ে যেতে পারব না। আর এগুতেও চাই না। আমরা সবাই মিলে এক সাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব সেটি হবে সবার জন্য ফেয়ার, সবার জন্য ইনক্লুসিভ, সবার জন্য বসবাসযোগ্য এবং সবার জন্য উপভোগ্য’— বলেন তারেক রহমান।
তিনি বলেন, ‘আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের সমস্যা সমাধানের জন্য আলাদা অধিদফতর গঠন, জেলা সদর হাসপাতালগুলোতে বিশেষায়িত ইউনিট স্থাপন, প্রত্যন্ত অঞ্চলে মোবাইল হেলথ ক্লিনিক চালু, প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ দেশে তৈরির কারখানা স্থাপন, প্রতিবন্ধী শিশুদের শারীরিক সক্ষমতা গড়ে তুলতে প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট, প্রান্তিক থেকে কেন্দ্রীয় পর্যন্ত খেলাধুলার সিস্টেমেটিক ডেভেলপমেন্ট এবং টুর্ণামেন্টের মাধ্যমে প্যারা অলিম্পিকের সহায়তা করা হবে।’
তারেক রহমান বলেন, ‘আমরা যারা আপনাদের মতন কঠিন শারীরিক বা মানসিক সমস্যার সম্মুখীন হইনি তারা কিন্তু অনেক সময় বুঝতে পারি না কী অসীম বাধা অতিক্রম করে আপনারা স্বপ্ন দেখেন এবং আমাদেরকে স্বপ্ন দেখান। আপনারা আমাদের মনে করিয়ে দেন যে, সব অক্ষমতাকে জয় করে সমাজে প্রতিটি মানুষ মাথা উঁচু করে সন্মানের সঙ্গে বাঁচতে চায় এবং দৃঢ়তার সাথে স্বসন্মানে বাঁচতে চায়। আপনাদের সেই সাহস সংকল্প ও শক্তি আমাদের জন্য, অনেক মানুষের জন্য প্রেরণার উৎস।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই বা গড়ার পরিকল্পনা করি যেখানে প্রতিটি মানুষ তার সীমাবন্ধতাকে জয় করে নিজের স্বপ্ন পুরনের সুযোগ পাবে। শারীরিক চ্যালেঞ্জ মোকাবিলা করে যারা নিজ উদ্যোগে অর্থনীতিতে অবদান রাখছেন তাদের বিজয়ের গল্প আমাদের আলোর পথ দেখায়। আমি একজন রাজনীতিবিদ হিসেবে আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই, আগামীর বাংলাদেশে শারীরিক সীমাবন্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের শিকার হতে না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ আমরা গ্রহণ করব।’
তারেক রহমান বলেন, ‘আমি বিশ্বাস করি আপনারা কেউ প্রতিবন্ধী নন বরং আপনারা বিশেষভাবে সক্ষম নাগরিক। আপনাদের প্রত্যেকের রয়েছে অসীম সক্ষমতা। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের চিকিৎসা, শিক্ষার সুযোগ, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং দেশের প্রতিটি স্থাপনা ও যাতায়াত ব্যবস্থাকে আপনাদের জন্য এক্সেসেসবল করে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে।’
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের বক্তব্য শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে এখানে এসে আমার কাছে নতুন জগৎ উন্মোচিত হয়েছে, এখানে না আসলে এর সাথে পরিচিত হতে পারতাম না। আমরা আপনাদের সহযাত্রী। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রতিবন্ধী নাগরিক পরিষদের সালমা মাহবুব এবং ইফতেখার মাহবুবের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহস্বাস্থ্য বিষয়ক পারভেজহ রেজা কাকনসহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এজেড/এইচআই