Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ২২:১৮ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ২২:১৯

ঢাকা: রাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধের ঘটনায় স্বপ্না আক্তার (২৪) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন প্রাণ হারায়।

শনিবার (১৪ডিসেম্বর) বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান স্বপ্না। এর আগে প্রাণ গেছে প্রতিবেশী মোহাম্মদ, মোহাম্মদের মা রুমা আক্তার ও বাবা আব্দুল খলিল ও আরেক প্রতিবেশী আব্দুল্লার।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বপ্নার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও পুড়েছিল। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ২০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ইসমাইল।

এরআগে রোববার (২৪ নভেম্বর) ভোরে মিরপুর-১১, ৫ নম্বর এভিনিউ, সি ব্লকের ১৬ নম্বর রোডের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

স্বপ্নার স্বামী মো. শাহজাহান জানান, তাদের বাড়ি শেরপুর জেলার নালিতা বাড়ি উপজেলায়। স্বপ্নার বাবার নাম আব্দুল মালেক। মিরপুরের ওই বাসাতে ভাড়া থাকেনন তারা। তারা স্বামী-স্ত্রী একটি গার্মেন্টে চাকরি করেন। রাতে তারা বাসায় ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘুম ভাঙতেই দেখেন চারদিকে আগুন জ্বলছে। তাদের শরীরে আগুন লেগে গেছে।

তিনি জানান, তাদের বাসায় কোনো গ্যাস সিলিন্ডার ছিলনা। বাসার সামনে রাস্তার পাশে গ্যাস লাইন ছিল। ঘটনার দুইদিন আগে সেই গ্যাস লাইনে হঠাৎ করে আগুন ধরে। পরে স্থানীয়রা নেভান। তার ধারণা, সেই লাইন থেকে লিকেজ হয়ে তাদের রুমের ভেতর গ্যাস জমে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে রঙ মিস্ত্রি খলিলসহ দগ্ধ হন তার স্ত্রী গৃহিনী রুমা আক্তার (৩২), ছেলে হাফেজ আব্দুল্লাহ (১৩), মাদরাসাছাত্র মোহাম্মদ (১০) ও ইসমাইল (৪)। আর পাশের বাসার ভাড়াটিয়া মো. শাহজাহান (২৫) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২২)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এসআর

অগ্নি দগ্ধে মৃত্যু মিরপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর