রিলিজ হলো ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের থিম সং
১৪ ডিসেম্বর ২০২৪ ২২:১৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ২২:২১
ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের থিম সং ‘নতুন সূর্য নতুন এক গান আগলে রাখে আমায় এই মাটির ঘ্রাণ’ রিলিজ করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর হোটেল বেঙ্গল ব্লুবেরির সেমিনার হলে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ থিম সং রিলিজ করা হয়।
এ সময় ‘সবার আগে বাংলাদেশ’-এর আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘গত ১৫-১৬ বছরে মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। তাই এবারের বিজয় দিবস একটু ভিন্ন আঙ্গিকে উদযাপনের চেষ্টা করছি আমরা। সেই জন্যই এই সর্বজনীন কনসার্টে আয়োজন।’
তিনি বলেন, ‘আগামীর পথ মসৃণ নয়। আরও সজাগ ও ঐক্যবদ্ধ থেকে আগামীর পরিস্থিতি মোকাবিলা করতে হবে, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেব দলের সভাপতি এস এম জিলানী প্রমুখ।
সারাবাংলা/এজেড/এইচআই