একযুগ পর দেশে ফিরলেন ছাত্রদল নেতা শফিকুল ইসলাম
স্পেশাল করসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ২২:৪৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ২২:৪৬
১৪ ডিসেম্বর ২০২৪ ২২:৪৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ২২:৪৬
ঢাকা: একযুগ পর দেশে ফিরেছেন ছাত্রদলের সাবেক সহসভাপতি, যুক্তরাজ্য শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এমএ কাইয়ুমসহ দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী রিবলুকে অভ্যর্থনা জানান।
দলীয় সূত্রমতে, ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে বাম চোখ নষ্ট হয়ে যায় তৎকালীন যুবদল নেতা ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু। দেশে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্ত্যরাজ্য চলে যান। জীবনের নিরাপত্তার কথা ভেবে আর দেশে ফেরেননি তিনি। ৫ আগস্টের পটপরিবর্তনের পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
সারাবাংলা/এজেড/এইচআই