Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্র-যুবকরা সজাগ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৪ ২২:৫৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ২৩:০৫

‘ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র জেলা প্রতিনিধি সভা

ঢাকা: ছাত্র-যুবকরা সজাগ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

শনিবার (১৪ডিসেম্বর) দুপুরে ঢাকাস্থ ফেনী সমিতি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধিদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

গাজী আতাউর রহমান বলেন, ‘হাজারো শহিদের রক্তের বিনিময়ে যে ফ্যাসিবাদ উৎখাত করা হয়েছে, সেই ফ্যাসিবাদী অপশক্তি আর যেন ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। বারবার এদেশের বিপ্লব-অভ্যুত্থানের ফসল হাইজ্যাক করা হয়েছে। এবার তা হতে দেওয়া হবে না। ছাত্র-যুবকরা সজাগ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না।’

তিনি বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনো বৈষম্য লুকিয়ে আছে। একজন নাগরিকের ছয়টি মৌলিক অধিকার, খাদ্য, বাসস্থান, পোশাক, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তাসহ ধর্মীয় অধিকার বাস্তবায়নের জন্য আমাদের আরও লড়াই করতে হবে।’

‘বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জাতীয় যুব কনভেনশন সফল করার আহ্বান জানান গাজী আতাউ রহমান।

সভাপতির বক্তব্যে যুব নেতা মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেন, “ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দেশের রাজনীতিতে আদর্শিক পরিবর্তন চায়। ছাত্র ও যুব সমাজকে ক্ষমতার সিঁড়ি হওয়ার সংস্কৃতি থেকে বের করে আনতে চায়। তাই আমাদের শ্লোগান ‘আদর্শ যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে’ এটা যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এ লক্ষ্যে জাতীয় যুব কনভেনশনে সারাদেশ থেকে লাখ লাখ যুবকের জনস্রোত তৈরি হবে।”

বিজ্ঞাপন

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকীর পরিচালনায় এতে আরও বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রকৌশলী মুহাম্মাদ মারুফ শেখ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হাসানসহ কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় উপ-কমিটি ও জেলা প্রতিনিধিরা।

সারাবাংলা/এজেড/পিটিএম

ছাত্র-যুবকরা সজাগ পথ হারাবে না’ বাংলাদেশ আর

বিজ্ঞাপন

বর-কনে পক্ষের সংঘর্ষে আহত ১০
১৪ ডিসেম্বর ২০২৪ ২২:৩৭

আরো

সম্পর্কিত খবর