ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের গুলশানের বাসায় মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার (১৪ ডিসেম্বর) এ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
মধ্যাহ্ন ভোজে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশে ভবিষ্যৎ অর্থনৈতিক বিনিয়োগ সংক্রান্ত বিষয় এবং গণতন্ত্রে উত্তরণে করণীয় নিয়ে তাদের মধ্যে বিশদ আলোচনা হয়। যার মধ্যে সংস্কার ও নির্বাচনের সময়সূচির বিষয়গুলো ছিল বলে জানা গেছে।
গত বছর ২৮ অক্টোবরের পল্টন সমাবেশ পণ্ড হওয়ার পরদিনই দেশের তৎকালীন পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় ড. মঈন খানকে নিয়ে বৈঠকে বসেছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ বছর ৭ এপ্রিল ড. মঈন খানের বাসায় নৌশ ভোজে অংশ নিয়েছিলেন তিনি।