Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঈন খানের বাসায় ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ০১:০৮ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ০১:১০

মঈন খানের বাসায় মধ্যাহ্ন ভোজে অংশ নেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের গুলশানের বাসায় মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার (১৪ ডিসেম্বর) এ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

মধ্যাহ্ন ভোজে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশে ভবিষ্যৎ অর্থনৈতিক বিনিয়োগ সংক্রান্ত বিষয় এবং গণতন্ত্রে উত্তরণে করণীয় নিয়ে তাদের মধ্যে বিশদ আলোচনা হয়। যার মধ্যে সংস্কার ও নির্বাচনের সময়সূচির বিষয়গুলো ছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

গত বছর ২৮ অক্টোবরের পল্টন সমাবেশ পণ্ড হওয়ার পরদিনই দেশের তৎকালীন পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় ড. মঈন খানকে নিয়ে বৈঠকে বসেছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ বছর ৭ এপ্রিল ড. মঈন খানের বাসায় নৌশ ভোজে অংশ নিয়েছিলেন তিনি।

সারাবাংলা/এজেড/পিটিএম

ব্রিটিশ হাইকমিশনার মঈন খান সারাহ কুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর