Sunday 15 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় আচ্ছন্ন বিভিন্ন অঞ্চল, শরীয়তপুর-চাঁদপুর রুটে বন্ধ ফেরি চলাচল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৬ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১২:৩১

ঢাকা: মধ্যরাত থেকে যে কুয়াশা পড়েছে তা দেশের কোথাও কোথাও এখনো ঘন হয়ে রয়েছে। কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘনকুয়াশার সঙ্গে দেশের কোথাও কোথাও তাপমাত্রা অনেক কমেছে। এই পরিস্থিতি থাকতে পারে আরো দুইদিন।

কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে রোববার (১৫ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিন।অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সোমবার (১৬ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা। সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা আগামী দুই দিন ধরে কম থাকতে পারে। এরপর দিনের তাপমাত্রা বাড়তে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনজে

আবহাওয়া ঢাকা ফেরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর