টি-২০ সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ইনজুরির ধাক্কা
১৫ ডিসেম্বর ২০২৪ ১০:২১
ওয়ানডে সিরিজের আগে বেশ কয়েকটি ইনজুরিতে স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিলেন তারা। বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের আগেও উইন্ডিজ শিবিরে চোটের ধাক্কা। সিরিজ শুরুর আগেই ইনজুরির কারণে ছিটকে গেলেন এভিন লুইস। লুইসের পরিবর্তে দলে ঢুকেছেন আন্দ্রে ফ্লেচার।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় চোট পেয়েছিলেন লুইস। সেই চোটের কারণে শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। এবার টি-২০ সিরিজ থেকেও সরে যেতে হলো তাকে।
লুইসের পরিবর্তে দলে সুযোগ পেয়েছে ‘স্পাইসম্যান’ ফ্লেচার। মসলার জন্য বিখ্যাত দ্বীপ গ্রেনাডা থেকে উঠে এসেছেন বলে তাকে এই নামেই ডাকেন অনেকে। ফ্লেচার সবশেষ খেলেছেন গত অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে। সেখানে ভালো পারফর্ম না করায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাদ পড়েছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৮ টি-২০ খেলা ফ্লেচারের রেকর্ড সেরকম উজ্জ্বল না হলেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে প্রতিনিয়তই ভালো পারফর্ম করে যাচ্ছেন তিনি।
আগামী ১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে প্রথম টি-২০।
সারাবাংলা/এফএম