Sunday 15 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রিসে নৌকাডুবিতে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪ ১০:২৮ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১২:৩১

গ্রিসের গাভডোস উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি ছোট নৌকা ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে

গ্রিসের গাভডোস উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি ছোট নৌকা ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে। নৌকাডুবির পর ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৪০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে। বাকিদের উদ্ধারের জন্য উদ্ধার অভিযান চলছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে লিবিয়া থেকে ক্রিট যাওয়ার পথে গাভডোস উপকূলে এই ঘটনা ঘটে।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, শনিবার মধ্যরাতের পরপরই নৌকাটি ডুবে যাওয়ার পর গাভডোসের দক্ষিণে জাহাজ ও বিমানের সমন্বয়ে বড় উদ্ধার অভিযান চালানো হয়।

এদিকে, শনিবার পৃথক আরেকটি ঘটনায়, একটি মাল্টা-পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ৪৭ অভিবাসীকে উদ্ধার করেছে। গাভডোস থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৪ কিমি) দূরে একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় দ্বীপ থেকে প্রায় ২৮ নটিক্যাল মাইল (৫২ কিলোমিটার) দূরে একটি ট্যাংকারের সাহায্যে আরও ৮৮ জনকে উদ্ধার করা হয়।

কর্মকর্তারা বলেন, রাত নামার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আরেক কর্মকর্তা জানান, তাদের জাহাজ এবং উড়োজাহাজ উদ্ধার প্রচেষ্টায় সারা দিন টহল দিচ্ছে।

এতে উদ্ধার হওয়া কয়েকজন পাকিস্তানি লোককে জাহাজে করে ক্রিটের চানিয়া বন্দরে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে কয়েকজনকে হেলিকপ্টারে করে শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রিসের কাছে সমুদ্রে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা নতুন কিছু নয়। এরকম ঘটনা দিন দিন বেড়ে চলছে। সম্প্রতি পাচারকারীরাও স্পিডবোটে করে অভিবাসন প্রত্যাশীদের গ্রিসে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার নিপীড়িত এবং দারিদ্র্য থেকে পালিয়ে আসা লোকেরা ইউরোপে পাড়ি জমাতে আসছেন যার অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে গ্রিস।

বিজ্ঞাপন

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগরের সীমান্তবর্তী দেশ ইতালি, স্পেন, গ্রিস, মাল্টা এবং সাইপ্রাসে অবৈধভাবে প্রবেশে শরণার্থী ও অভিবাসী প্রত্যাশীদের ঢল নামছে ।

সারাবাংলা/এসডব্লিউ

অভিবাসন প্রত্যাশী গ্রিস নৌকাডুবি মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর