‘রাজাকার বলায় ১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিনও লাগেনি’
১৫ ডিসেম্বর ২০২৪ ১০:৩৭
ঢাকা: রাজাকার বলায় ১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর ১৪ নম্বর ওয়ার্ড হাজারীবাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাসির উদ্দিন অসীম বলেন, ‘‘সংসদে দাঁড়িয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী প্রধান শেখ হাসিনা দীর্ঘ ১৬টি বছর জিয়াউর রহমানের চরিত্র হননের চেষ্টা করেছেন। ‘রাজাকার’ ‘রাজাকার’ বলে ১৬টা বছর দেশ শাসন করেছেন শেখ হাসিনা। কিন্তু, ২০২৪ সালে রাজাকার বলে ১৬দিনও টিকতে পারেননি। রাজাকার বলায় ১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি।’’
তিনি বলেন, ‘‘আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন, কোনো আপোস করেননি। বরং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন; আজীবন লড়াই করে যাচ্ছেন। আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। তিনি যদি ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না।’’
নাসির উদ্দিন বলেন, ‘‘আওয়ামী লীগের কতজন নেতা যুদ্ধ করেছেন? উনারা তো ভারতে পালিয়ে গিয়েছিল; সেখানে আনন্দ উৎসব করেছেন। অথচ ক্ষমতার মোহে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলতে দ্বিধাবোধ করেনি।’’
সারাবাংলা/এজেড/ইআ