ব্রিসবেন টেস্ট
একই ভেন্যুতে ‘কিং পেয়ার’ ও সেঞ্চুরিতে হেডের ইতিহাস
১৫ ডিসেম্বর ২০২৪ ১১:১৬
অ্যাডিলেডে তার দুর্দান্ত এক সেঞ্চুরিতেই জয়ের ভিত গড়েছিল অস্ট্রেলিয়া। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টেও ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ালেন অজি ব্যাটার ট্রাভিস হেড। ব্রিসবেনে ম্যাচের দ্বিতীয় দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছে হেড। আর এই সেঞ্চুরিতেই নতুন এক রেকর্ড গড়েছেন তিনি। এক বছরে একই ভেন্যুতে ‘কিং পেয়ার’ ও সেঞ্চুরি পাওয়া প্রথম ক্রিকেটার হলেন তিনি।
এই বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিসবেনে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে দুই ইনিংসেই প্রথম বলে আউট হয়ে ‘কিং পেয়ার’ এর লজ্জা পেয়েছিলেন হেড। বছরের শেষ প্রান্তে এসে সেই ব্রিসবেনেই ভারতের বিপক্ষে আজ ব্যাটিংয়ে নামেন হেড। তবে বছরের শুরুর দিকের হতাশা ভুলে এবার এই ভেন্যুতে হেড তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। চা বিরতির আগ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত আছেন তিনি।
এক বছরে একই ভেন্যুতে কিং পেয়ার ও সেঞ্চুরি পাওয়া প্রথম ক্রিকেটার হলেন হেড। এক বছরে একই ভেন্যুতে দুই ইনিংসে শূন্য রানে ফেরা ও সেঞ্চুরি করা ষষ্ঠ ব্যাটার হলেন হেড। ১৯৫৮ সালে প্রথম ব্যাটার হিসেবে পোর্ট অফ স্পেনে এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের ওয়াজির মোহাম্মদ। ১৯৭৪ সালে পোর্ট অফ স্পেনে এক বছরে পেয়ার ও সেঞ্চুরি পান ওয়েস্ট ইন্ডিজের অ্যালেন কালিচরণ।
২০০১ সালে কলম্বোতে একই বছরে পেয়ার ও সেঞ্চুরি পেয়েছিলেন শ্রীলংকান ব্যাটার মারভান আতাপাত্তু। ২০০৪ সালে কিংসটনে এই কীর্তি গড়েন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার রামনারেশ সারওয়ান। ২০০৪ সালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে একই বছরে মোহাম্মদ আশরাফুল পেয়ার ও সেঞ্চুরি পেয়েছিলেন।
সারাবাংলা/এফএম