Sunday 15 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৪:২৮ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:০৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ ছয় বছর পর রাজনৈতিক কোনো কর্মসূচিতে স্বশরীরে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইএমসি) মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

রোববার (১৫ ডিসেম্বর) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে এ তথ্য জানান।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘ম্যাডাম আমাদের মুক্তিযোদ্ধা সমাবেশে আসবেন। মহান বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর আমরা এই মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশনেত্রী খালেদা জিয়া। গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদসহ আমি ম্যাডামের সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে এসেছি। তিনি সম্মতি দিয়েছেন। বলেছেন, শরীর ভালো থাকলে মুক্তিযোদ্ধাদের এই সমাবেশ তিনি আসবেন। আমাদের প্রত্যাশা ম্যাডাম এই সমাবেশ যোগ দেবেন।’

সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার লা মেরিডিয়ানে বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়া সভাপতিত্ব করেন। এটিই ছিল তার শেষ রাজনৈতিক কর্মসূচি। এর তিনদিন পর ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলার রায়ে সাজা পেয়ে কারাগারে যান।

২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশে সারা দেশ থেকে রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের ঢাকায় আনা হচ্ছে জানিয়ে মুক্তিযোদ্ধা দলের সভাপতি বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের পর এই সমাবেশটি দেশনেত্রীকে সামনে রেখে করার প্রেক্ষাপটে এর আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি।’

এর আগে, গত ২১ নভেম্বর সশ্বস্ত্র বাহিনী দিবসের দিন সশ্বস্ত্র বাহিনী বিভাগের আমন্ত্রণে সেনাকুঞ্জে সশ্বস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ৬ বছর পর এটিই ছিল খালেদা জিয়ার প্রথম স্বশরীরে কোনো অনুষ্ঠানে যোগ দেন।

বিজ্ঞাপন

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরে খালেদা জিয়ার সাজা রাষ্ট্রপতি মওকুফ করেন। খালেদা জিয়ার মুক্ত হলেও প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দেননি। বিপ্লবের পর তিনি নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রেখেছিলেন নেতা-কর্মীদের উদ্দেশ্যে।

এদিকে মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, মুক্তিযোদ্ধা সমাবেশে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভর্চুয়ালি যোগ দেবেন।

সারাবাংলা/এজেড/এমপি

‘বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর