Sunday 15 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ বছর পর কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:০০

কিশোরগঞ্জ: দীর্ঘ ২৭ বছর পর কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৯৯৭ সালে সম্মেলন হয়। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল। উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

সম্মেলনের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. ইসরাইল মিয়া।

দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলের মাধ্যমে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।

সারাবাংলা/এসআর

কিশোরগঞ্জ সদর দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর