চট্টগ্রামে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি গ্রেফতার
স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৩
১৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) ভোরে নগরীর বন্দর থানাধীন ২নম্বর সাইট মালুম বাড়ী জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাজী মো. ইকবাল (৬৩) ওই এলাকার বাসিন্দা। তিনি বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম নগরের সভাপতির দায়িত্বে আছেন তিনি।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে হাজী ইকবালকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে নগরীর বন্দর থানায় হত্যা মামলা আছে। এছাড়া ইপিজেড থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
সারাবাংলা/আইসি/এমপি