বাংলাদেশকে হারাতে যে পরিকল্পনা সাজাচ্ছেন পাওয়েল
১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:০৭
টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিলেন তারা। ওয়েস্ট ইন্ডিজের সামনে এবার টি-২০ চ্যালেঞ্জ। সফরের শেষ সিরিজটা শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভমান পাওয়েল বলছেন, ভয়ডরহীন ক্রিকেটের সাথে স্মার্ট ক্রিকেট খেলেই বাংলাদেশকে হারাতে চান তারা।
টি-২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই আক্রমণাত্মক। তবে অতি আক্রমণাত্মক ক্রিকেট অনেক সময় বিপদের কারণ হয়ে ওঠে উইন্ডিজদের জন্য। পাওয়েল বলছেন, জিততে হলে আগ্রাসী ক্রিকেটের পাশাপাশি কিছুটা বুদ্ধিদীপ্ত ক্রিকেটও খেলতে হবে তাদের, ‘মূল ব্যাপারটা হলো ভয়ডরহীন ক্রিকেট খেলা। তবে কিছুটা স্মার্টনেসও মেশাতে হবে আমাদের। গত ১৫ মাসে আমরা অনেক বড় কিছু পদক্ষেপ নিয়েছি। সেটা আমরা ধরে রাখতে চাই।’
গত আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, ডিসেম্বরে জয় এসেছিল ইংল্যান্ডের বিপক্ষে। তবে টি-২০ বিশ্বকাপে ঘরের মাঠে ব্যর্থ হয়েছিলেন তারা। শ্রীলংকার কাছেও সিরিজ হেরেছে ক্যারিবিয়ানরা। বাংলাদেশকে হারিয়েই বছরটা শেষ করতে চান পাওয়েল, ‘বছরটা ভালোভাবে শেষ করা খুবই গুরুত্বপূর্ণ। টি-২০ ক্রিকেটে এই বছরটা আমাদের জন্য মিশ্র ছিল। কিহু সিরিজে জয় এসেছে, কিছুতে হার। এই সিরিজটি আমাদের সুযোগ করে দিয়েছে ভালোভাবে বছর শেষ করার।’
সেন্ট ভিনসেন্টের নতুন পিচে বাংলাদেশের বিপক্ষে দাপটের সাথে খেলেই জিততে চান পাওয়েল, ‘নিজেদের মাঠে যখন কেউ খেলে, সবসময়ই দাপট দেখাতে চায়। আমরাও সেই চেষ্টাই করব। লম্বা সময় ধরে ভালো ক্রিকেট খেলার জায়গাটা ধরে রাখতে হবে। বিশ্বকাপের চেয়ে এবারের উইকেট ভিন্ন মনে হচ্ছে। আশা করি উইকেট ভালো থাকবে। আমরা অনেক সমর্থন পাবো বলেই আশা করছি।’
সারাবাংলা/এফএম