ছাত্র-আন্দোলনের নেতাদের ওপর হামলা, জড়িতদের গ্রেফতারের দাবি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৯
১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৯
কুষ্টিয়া: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের ওপর হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের নেতারা।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা চত্বরে হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলায় তিনজন আহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র পারভেজ মোশাররফ অভিযোগ করেন বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা এই হামলা চালিয়েছে। তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে’।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান, মুখ্য সংগঠক বেলাল হোসেন বাধন ও যুগ্ম আহ্বায়ক সাইয়াদ ইসলাম উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসআর