Sunday 15 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইডব্লিউএস অনলাইন স্কুলে ৪০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৪

আইডব্লিউএস অনলাইন স্কুলে ৪০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ

ঢাকা: বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা সহজলভ্য করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ডিজিটাল শিক্ষার পথিকৃৎ আইডব্লিউএস অনলাইন স্কুল। সেই সঙ্গে মেধাভিত্তিক ও প্রতিযোগিতামূলক শিক্ষা নিশ্চিতে ৪০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ ঘোষণা করেছে সংস্থাটি।

রোববার (১৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কম্পিউটার বেজড পরীক্ষার মাধ্যমে এই স্কলারশিপ দেওয়া হবে যা অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর, বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। এতে গণিত ও ইংরেজি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শ্রেণি থেকে এ লেভেল পর্যন্ত সকল শিক্ষার্থীদের পরীক্ষাটি উন্মুক্ত। কোনো রেজিস্ট্রেশন বা অংশগ্রহণ ফি নেই। আগ্রহী শিক্ষার্থীদের ২০ ডিসেম্বর ২০২৪ রাত ১১টার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

স্কলারশিপ ক্যাটাগরিতে রয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ম পুরস্কারে ৪০ শতাংশ স্কলারশিপ, ২য় পুরস্কারে ৩৫ শতাংশ এবং ৩য় পুরস্কারে ৩০ শতাংশ স্কলারশিপ। আর নবম শ্রেণি থেকে এ লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ১ম পুরস্কারে ১০ শতাংশ, ২য় পুরস্কারে ৫ শতাংশ এবং ৩য় পুরস্কারে থাকছে ৩ শতাংশ স্কলারশিপ।

বাংলাদেশের প্রথম ডিজিটাল স্কুল হিসেবে আইডব্লিউএস অনলাইন স্কুল ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) দ্বারা অনুমোদিত। এটি ব্রিটিশ কারিকুলাম অনুসরণ করে এবং ইউনাইটেড কিংডম রেজিস্টার অব লার্নিং প্রোভাইডারস (ইউকেআরএলপি) ও কাউন্সিল অব ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল (সিওবিআইএস) থেকেও স্বীকৃতি পাওয়া, যা নিশ্চিত করে এর প্রোগ্রামগুলো আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে।

বিজ্ঞাপন

আইডব্লিউএস অনলাইন স্কুল অভিজ্ঞ ব্রিটিশ শিক্ষক দিয়ে পাঠদান করে থাকে এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ লাইফ-স্কিল ও একাডেমিক কৃতিত্বের মধ্যে সমন্বয় করে। স্কলারশিপ পরীক্ষাটি উদ্ভাবনী ডিজিটাল টুল ব্যবহারের মাধ্যমে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা শিক্ষার্থীদের সম্ভাব্যতা মূল্যায়ন করবে।

অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি এবং সিমুলেটেড রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিয়ে থাকে আইডব্লিউএস অনলাইন স্কুল। এছাড়াও ক্যারিয়ার কাউন্সেলিং এবং যুক্তরাজ্যে ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নানাভাবে সাহায্য করে প্রতিষ্ঠানটি, যাতে তারা একাডেমিক ও পেশাগতভাবে সফল হতে পারে।

বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন:  https://iwsonlineschool.co.uk/partners/cs

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

আইডব্লিউএস অনলাইন স্কুল স্কলারশিপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর