বাংলাদেশ থেকে ওষুধ নিতে আগ্রহী পাকিস্তান
১৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৮ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ২০:১৬
ঢাকা: স্বাস্থ্যসেবাসহ অন্যান্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে কাজ করতে চায় পাকিস্তান। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান।
রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান
হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, ‘বাংলাদেশ ওষুধশিল্পে অসাধারণ সাফল্য অর্জন করেছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী।’ তার মতে, দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব।
প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় তারা স্বাস্থ্যসেবা, ওষুধ আমদানি ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন। এ সময় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ মারুফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসবি/পিটিএম